পাথরঘাটা সেবক কলোনিতে অসহায় পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ

| শনিবার , ২৪ জানুয়ারি, ২০২৬ at ৬:৩৪ পূর্বাহ্ণ

বাংলাদেশ বৈদিক গীতা পরিষদ কেন্দ্রীয় কমিটি ও সনাতন অধিকার আন্দোলন চট্টগ্রাম বিভাগীয় কমিটির যৌথ উদ্যোগে নগরীর পাথরঘাটাস্থ সেবক কলোনিতে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ অনুষ্ঠান গত ২২ জানুয়ারি অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ বৈদিক গীতা পরিষদের সভাপতি পিংকু ভট্টাচার্য্যের সভাপতিত্বে ও সনাতনী অধিকার আন্দোলনের সাধারণ সম্পাদক পলাশ সেনের সঞ্চালনায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অধ্যক্ষ পরিতোষানন্দ মহারাজ। বিশেষ অতিথি ছিলেন অধ্যক্ষ স্বামী কৃষ্ণানন্দ পুরী মহারাজ, পলাশ কুমার সেন, বিজয় ধর, রনি পালিত, সুব্রত দাশ আকাশ, নিশান সরকার, ত্রিপন ভৌমিক, সৈকত চৌধুরী। সার্বিক সহোযোগিতায় ছিলেন প্রবাসী সজল চৌধুরী, সানু চক্রবর্তী ও উজ্জ্বল চৌধুরী, অমর দাশ, রাসেল দাশ প্রমুখ। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পাথরঘাটা সেবক কলোনীর ঝর্ণা দস, মায়াধন সর্দার, সত্যদিন সর্দার, লালা সর্দার প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধন্যাশনাল ইংলিশ স্কুল চিটাগাংয়ের শীতকালীন পিঠা উৎসব
পরবর্তী নিবন্ধচকরিয়ায় সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার