পাথরঘাটা পূজা উদযাপন পরিষদের সভা

| সোমবার , ১৩ নভেম্বর, ২০২৩ at ১০:০৮ পূর্বাহ্ণ

পাথরঘাটা সর্বজনীন পূজা উদ্‌যাপন পরিষদের উদ্যোগে দামোদর ঘৃতপ্রদীপ প্রজ্বলন উৎসব উপলক্ষে ধর্মালোচনা সভা গত ১০ নভেম্বর সন্ধ্যায় অনুষ্ঠিত হয়েছে। পাথরঘাটা পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি টিপু দাশ গোপালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রণি বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠানের উদ্বোধন করেন নন্দনকানন রাধামাধব ও গৌরনিতাই আশ্রমের পরিচালক গৌর দাস ব্রহ্মচারী। প্রধান অতিথি ছিলেন বৈদিক পরিষদ কেন্দ্রীয় কমিটির কার্যকরি সভাপতি ও দি চিটাগং ট্রাস্টের চেয়ারম্যান অরুন কান্তি মল্লিক। প্রধান বক্তা ছিলেন চসিকের ওয়ার্ড কাউন্সিলর পুলক খাস্তগীর। বিশেষ অতিথি ছিলেন মহিলা কাউন্সিলর রুমকি সেনগুপ্ত, পাথরঘাটা কলা বাগিচা দুর্গাপূজা উদ্‌যাপন পরিষদের সাধারণ সম্পাদক সজল কান্তি দে, নারীনেত্রী রাজশ্রী মজুমদার, পাথরঘাটা রক্ষাকালী মন্দিরের অধ্যক্ষ রাখাল চক্রবর্তী, পাথরঘাটা সর্বজনীন দুর্গা মন্দির গীতা শিক্ষা নিকেতনের সভাপতি সুভাষ দাশ রূপন, পাথরঘাটা পূজা উদ্‌যাপন পরিষদের যুগ্ম সম্পাদক নির্মল দাশ, রাজু দাশ, রানা দাশ, সুজন দাশ, রণি দাশ, সুভাষ দাশ প্রমুখ।

অনুষ্ঠান পরিচালনায় ছিলেন নন্দনকানন ইসকন। শেষে ভক্তদের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অরুন কান্তি মল্লিক বলেন, ধর্মানুশীলন মানুষকে সুন্দরের পথে পরিচালিত করে। যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে ধর্মীয় ও নৈতিক শিক্ষার কোন বিকল্প নেই। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধজনগণের সম্পদ আগুন দিয়ে পুড়িয়ে মন জয় করা যাবে না
পরবর্তী নিবন্ধআমির ভাণ্ডার দরবারে জশনে ঈদে মিলাদুন্নবী (দ.) মাহফিল