পাথরঘাটা ওয়ার্ডে সাবেক কাউন্সিলর গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্ট শুরু

| বৃহস্পতিবার , ২৫ মার্চ, ২০২১ at ৮:০১ পূর্বাহ্ণ

৩৪নং পাথরঘাটা ওয়ার্ডে সাবেক কাউন্সিলর গোল্ডকাপ শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে। প্রধান অতিথি হিসেবে ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করেন ৩৩নং ফিরিঙ্গীবাজার ওয়ার্ড কাউন্সিলর ও চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা কার্যকরী কমিটির নির্বাহী সদস্য হাসান মুরাদ বিপ্লব। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাথরঘাটা ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও ক্রিকেট টুর্নামেন্টের আয়োজক ইসমাইল হোসেন বালি, মো. ইব্রাহিম, মো. হোসেন, রয়েল দাশ, আবুল খায়ের, মো. সোবহান প্রমুখ। উদ্বোধনী খেলা সর্দ্দার আহমদ নবী ক্রীড়া সংঘ এবং সাইক্লোন অব পাথরঘাটার মধ্যে অনুষ্ঠিত হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরোমাঞ্চকর শেষের অপেক্ষায় চট্টগ্রাম-রাজশাহী
পরবর্তী নিবন্ধঅনূর্ধ্ব-১৮ ক্রিকেট খেলোয়াড়দের জ্ঞাতার্থে