পাথরঘাটায় ৮শ ইয়াবা ও ১৫ হাজার টাকাসহ যুবক গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ২৬ ফেব্রুয়ারি, ২০২১ at ৮:৩৫ পূর্বাহ্ণ

মাদক বিরোধী বিশেষ অভিযান চলাকালে গত বুধবার নগরীর পাথরঘাটা ব্রিকফিল্ড রোড বাই লেইনের একটি বাসা থেকে সাইফুল আলম (৩৫) নামে এক ইয়াবা ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে কোতোয়ালী থানা পুলিশ। পরে তার কাছ থেকে ৮০০ পিস ইয়াবা ও ইয়াবা বিক্রির ১৫ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় চারটি মামলা রয়েছে। অভিযান পরিচালনাকারী কোতোয়ালী থানার এসআই মোমিনুল আজাদীকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার রাত পৌনে ১০টার দিকে কোতোয়ালী থানাধীন ১৪নং পাথরঘাটা ব্রিকফিল্ড রোড বাই লেইনের আহমদ মঞ্জিলের মৃত আব্দুর রহমানের বাড়ির প্রথম ঘর থেকে মো. সাইফুল আলমকে গ্রেপ্তার করা হয়। তার দেহ তল্লাশি করে প্যান্টের পকেট থেকে ৮০০ পিস ইয়াবা ও ইয়াবা বিক্রির ১৫ হাজার টাকা জব্দ করা হয়েছে। জিজ্ঞাসাবাদে সে জানায় পার্থ প্রতীম চক্রবর্তী (৩২), আমিন (৪০), মো. আনোয়ার পারভেজ প্রকাশ সোহেল (৩৫) এবং রাকিব হাসান প্রকাশ রনি প্রকাশ হাছানের (৩০) কাছ থেকে সে ইয়াবা কিনে বিক্রি করে।

পূর্ববর্তী নিবন্ধকোতোয়ালীতে ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধছনহরা অদ্বৈত ধাম ও মিশনে স্মরণোৎসব