পাথরঘাটায় মাদ্রাসার ভবন ভাঙচুরের অভিযোগ

আজাদী প্রতিবেদন | বুধবার , ১৬ মার্চ, ২০২২ at ১০:৪২ পূর্বাহ্ণ

নগরের পাথরঘাটা ছোবহানিয়া আলিয়া মাদ্রাসার একটি ভবনে ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। মাদ্রাসার অধ্যক্ষ ও সচিব মো. হারুনুর রশিদ এ ঘটনায় বাদী হয়ে কোতোয়ালী থানায় অভিযোগ দিয়েছেন। এতে মো. রফিকুল ইসলাম ও মোহাম্মদ আবদুল জলিলকে বিবাদী করা হয়। অভিযোগ পত্রে বলা হয়, অতর্কিত হামলা ও ভাঙচুর চালিয়ে ভবনের দেয়ালের বড় অংশ ভেঙে ফেলে। এসময় ভবনটির উপরে ছাত্র-ছাত্রীরা ক্লাস করছিল। ভবনের দ্বিতীয় তলায় ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে ফাযিল (অনার্স) শ্রেণির পরীক্ষাও চলছিল এসময়। হঠাৎ ভবনে ভাঙচুরের ঘটনায় ছাত্র শিক্ষকদের মধ্যে ভীতি ও আতংক ছড়িয়ে পড়ে।

পূর্ববর্তী নিবন্ধপাঁচলাইশে তরুণীর আত্মহত্যা
পরবর্তী নিবন্ধরফিক উল্লাহ