নগরীর পাথরঘাটা এলাকায় কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে এজাহারুল ইসলাম নামের এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি পাথরঘাটার গঙ্গাবাড়ি মোড়ের আব্দুর রহমানের ছেলে। গতকাল সকালে এ ঘটনা ঘটে।
পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) ছাদেকুর রহমান আজাদীকে এ তথ্য নিশ্চিত করে বলেন, কনস্ট্রাকশনের কাজ করার সময় ফ্লোরে পড়ে থাকা পানিতে বৈদ্যুতিক তারের সংযুক্ত হয়।
পরে অসাবধানতা বশত জমানো পানিতে এজাহারুলের পা পড়লে তিনি বিদ্যুৎস্পৃষ্টের শিকার হন এবং অবচেতন অবস্থায় মাটিতে পড়ে যান।
একপর্যায়ে সেখান থেকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।