পাথরঘাটায় চোলাই মদসহ যুবক গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | শনিবার , ৭ মে, ২০২২ at ৭:৩১ পূর্বাহ্ণ

নগরীর কোতোয়ালী থানাধীন পাথরঘাটা জলিলগঞ্জ এলাকার কন্ট্রাক্টর কলোনির আনোয়ারা বেগমের ভাড়া ঘর থেকে ১১০ লিটার চোলাই মদসহ অনিক দে (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুুলিশ।

গত মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে। গ্রেপ্তার অনিক কক্সবাজারের চকরিয়া থানার ডুলাহাজারা রংমহল এলাকার নিরানন্দের বাড়ির মৃত সুরেশ চন্দ্র দে এর ছেলে।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে কন্ট্রাক্টর কলোনিতে অভিযান চালানো হয়। এ সময় আনোয়ারা বেগমের ভাড়া ঘরে খাটের নিচ থেকে ১১০ লিটার চোলাই মদ উদ্ধার ও এক যুবককে গ্রেপ্তার করা হয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধহাজী সেলিম বিদেশ যেতে পারলেও খালেদা জিয়া পারছেন না
পরবর্তী নিবন্ধগাছবাড়িয়া নিত্যানন্দ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে ঈদ পুনর্মিলনী