পাথরঘাটায় গাঁজাসহ যুবক গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | শনিবার , ২৭ আগস্ট, ২০২২ at ৭:৪৯ পূর্বাহ্ণ

নগরীর কোতোয়ালী থানাধীন পাথরঘাটা মনোহরখালী লোকনাথ মন্দিরের সামনে থেকে ৫০০ গ্রাম গাঁজাসহ জয় দেব (২৩) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে জয় দেব নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। তার কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে। এর আগেও তার বিরুদ্ধে মাদকের দুটি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধচকবাজার ওয়ার্ডে শিশুদের টিকাদান কার্যক্রম
পরবর্তী নিবন্ধটেকনাফে ১ লাখ ইয়াবা উদ্ধার