নগরীর কোতোয়ালী থানাধীন পাথরঘাটা মেরিনার্স সড়কে অভিযান চালিয়ে ১ হাজার ৪২০ পিস ইয়াবাসহ মো. আবু জাফর (২৯) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে।
গ্রেপ্তার আবু জাফর গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানার মনোহরপুর গ্রামের মৃত মোজাহার আলীর ছেলে। গতকাল সকালে মহানগর হাকিম আদালতে পাঠানো হলে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবীর।











