পাথরঘাটায় আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারীর মাহফিল

| বুধবার , ১৪ ডিসেম্বর, ২০২২ at ১০:৪৩ পূর্বাহ্ণ

আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী পাথরঘাটা শাখার ব্যবস্থাপনায় বান্ডেল রোডে পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (দঃ) ও ফাতেহা ইয়াজদাহুম জিকিরে গাউসুল আজম মাইজভাণ্ডারী মাহফিল গত ১০ ডিসেম্বর অনুষ্ঠিত হয়। মাহফিলে প্রধান অতিথি ছিলেন শাহাজাদা সৈয়দ হোসেইন রাইফ নুরুল ইসলাম রুবাব মাইজভাণ্ডারী (ম.)। তকরির পেশ করে দক্ষিণ বুড়িশ্চর কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি মাওলানা মুহাম্মদ ফখরুদ্দিন চাঁদপুরী।

অতিথি ছিলেন কেন্দ্রীয় আঞ্জুমানে সহ-সভাপতি সৈয়দ মোহাম্মদ জাকারিয়া, মহাসচিব সৈয়দ মাহমুদুল হক। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সদস্য মোহাম্মদ ইলিয়াস, মঈনুল ইসলাম মিন্টু, সুফি মাসুদ আকবর, চট্টগ্রাম জেলা সমন্বয় কমিটির সভাপতি মঈনুল হোসেন সাগর, সম্পাদক মন্ডলীর সদস্য শাহিল উদ্দিন, মোহাম্মদ ইকবাল, এম মনছুর চৌধুরী, নুরুল ইসলাম সুজন, মোহাম্মদ ইমরান হোসেন ইমন, পাথরঘাটা শাখার সভাপতি হাবিবুল আলম মনছুর, সাধারন সম্পাদক এসএম মহিউদ্দিন, উপদেষ্টা সুফি রফিকুল আলম, নুরুল ইসলাম লেদু, সদস্য মোহাম্মদ জেবল হোসেন, কামরুল ইসলাম জুনু, হোসেন খাঁন, মোহাম্মদ কাশেম, শফিক খাঁন, সূফি মোহাম্মদ রিয়াজ, সূফি জ্যাকি, সূফি ফাহিম মোহাম্মদ বাবলু, সূফি ফয়সাল, সূফি সাজু, সূফি হাসান প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি

পূর্ববর্তী নিবন্ধমোহাম্মদ ইয়াসিন
পরবর্তী নিবন্ধদরবারে আশেকানে আউলিয়া সম্মেলন কাল