পাথরঘাটায় হেফজখানা-এতিমখানা উদ্বোধন করলেন মেয়র শাহাদাত

| শুক্রবার , ৩ জানুয়ারি, ২০২৫ at ৬:৪৩ পূর্বাহ্ণ

চট্টগ্রাম নগরের পাথরঘাটা হযরত সৈয়দ আব্দুল কাদের সাদেক আল হোসাইনী (রাহমাতুল্লাহি আলাইহি) সুন্নিয়া মাদ্রাসায় হেফজখানা ও এতিমখানা উদ্বোধন করেন মেয়র ডা: শাহাদাত হোসেন। সোমবার (৩০ ডিসেম্বর) বাদ এশা হাজী নজু মিয়া লেইনস্থ মাদ্রাসায় উদ্বোধন করেন সিটি মেয়র।

এ সময় মেয়র বলেন, সমাজের বিভিন্ন শ্রেণি পেশার মানুষ সহ অনেক মুত্তাকি ও আল্লাহর খাস বান্দাও এই কবরস্থানে শায়িত আছেন। আমরা তাদের আত্মার মাগফিরাত কামনা করছি।

তাদের কবরে নিয়মিত সওয়াব পৌঁছানোর উদ্দেশ্যে এখানে নির্মাণ করা হয়েছে হেফজখানা ও এতিমখানা। এখান থেকে সুবিধা বঞ্চিত শিশুরা আলোকিত মানুষ হবে এটাই প্রত্যাশা। এ সময় দোয়া মোনাজাত পরিচালনা করেন হাফেজ মুহাম্মদ আবদুর রহিম আল ক্বাদেরী।

অনুষ্ঠানে এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবদুল করিম, আইয়ুব ৩৪নং পাথরঘাটা ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খাইরুল বশর, পাথরঘাটা ওয়ার্ড বিএনপি নেতা মোহাম্মদ সালাউদ্দিন, কোতোয়ালী থানা ছাত্রদলের অন্যতম যুগ্ম আহ্বায়ক শাহাদাত হোসেন নাবিল, ওয়ার্ড বিএনপি নেতা শহিদুল হক আরজুসহ এলাকার সর্বসাধারণ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধডলার কেনাবেচার ব্যবধান ১ টাকা, না মানলে শাস্তি
পরবর্তী নিবন্ধবিভিন্নস্থানে শীতবস্ত্র বিতরণ