চট্টগ্রামে পাথরঘাটায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ও ফাতেহায়ে ইয়াজদাহুম মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৫ অক্টোবর) পাথরঘাটা মধু বেপারি জামে মসজিদে অঙ্গীকার ক্লাবের নিজ উদ্যোগে এই আয়োজন করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মসজিদের খতিব মাওলানা আব্দুল রহিম। এতে সভাপতিত্ব করেন অঙ্গীকার ক্লাবের সভাপতি ফয়সাল আহমেদ। আরো উপস্থিত ছিলেন ক্লাবের সদস্য জসিম, মুরাদ, আব্দুল শুক্কুর, মানিক, রুবেল ইমরান শরিফ আকাশ, আদনান, মেহেদি, রুবেল টু, আবিদ, সাকিব, আনোয়ার, আইয়ুব, আনসারী, রাফি, জালাল।