ঈশ্বরের কাছে নালিশ জানাতে
শত শত মানুষ হাঁটছে
লক্ষ লক্ষ মানুষ হাঁটছে
কোটি কোটি মানুষ হাঁটছে
এক নিশ্বাসে পাড়ি দিচ্ছে পথ
প্রান্তর লোকালয় খাল বিল
কোথায় মসনদ কোথায় ঈশ্বর!
কেনইবা খুঁজছে?
সাত আসমান ছাপিয়ে
যে ম্যাসেজ জোছনার ফুরফুরে বাতাসে
অমোঘ বিধানের হাট বসেছিল বাজারে
মুলা চোরের ফাঁসির আদেশ বসেছিল
সেখানে– কেটে গেল অনেক দিন..
কোনো এক দীর্ঘরাতে অন্ন বস্ত্র নিয়ে
চুপচাপ বসেছিল আমার ঈশ্বর
বাস্তুচ্যুত কিছু নারী চিৎকার করে কাঁদছিল –
কোথায় পাবো আশ্রয়
কোথায় পাবো পিতা
কোথায় পাবো ঠাঁই
কে বলবে আর–
ওরে আয় তোরা বুকে আয়
এটাই তোদের ঠিকানা।