সিরাতুল মুস্তাকিম ফাউন্ডেশনের উদ্যোগে ইসলামের চতুর্থ খলিফা শেরে খোদা হযরত মাওলা আলীর (রা.) শাহাদাতবার্ষিকী স্মরণে আলোচনা সভা গতকাল নগরীর চেরাগী পাহাড়স্থ মোমিন রোডের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। মুহাম্মদ নুরুল আবছারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আহলে সুন্নাত ওয়াল জমাআত বাংলাদেশের চেয়ারম্যান আল্লামা কাযী মুঈন উদ্দিন আশরাফী। মুখ্য আলোচক ছিলেন রাঙ্গুনিয়া দরবার এ বেতাগী আস্তানা শরীফের সাজ্জাদানশীন মাওলানা গোলামুর রহমান আশরফ শাহ্। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হিজরি নববর্ষ উদ্যাপন পরিষদের উপদেষ্টা মাওলানা রেজাউল করিম তালুকদার, ভাইস চেয়ারম্যান মাস্টার মুহাম্মদ আবুল হোসাইন, প্রতিষ্ঠাতা মহাসচিব মুহাম্মদ এনামুল হক ছিদ্দিকী।
প্রধান অতিথি আল্লামা কাযী মুঈন উদ্দিন আশরাফী বলেন, যাবতীয় জ্ঞানের আধার হচ্ছেন শেরে খোদা হযরত মওলা আলী (রা)। প্রিয় নবী হচ্ছেন জ্ঞানের শহর। আর জ্ঞানের দ্বাররক্ষক হলেন ইসলামের চতুর্থ খলিফা হযরত আলী (রা.)। তিনি হচ্ছেন মহিমান্বিত অনুপম চরিত্র মাধুর্যের অধিকারী বিশিষ্ট সাহাবি এবং আহলে বায়তে রাসূলের (দ) অন্যতম সদস্য। মুহাম্মদ দিদারুল আলমের সঞ্চালনায় হযরত আলী (রাঃ) এর জীবন কর্ম দর্শনের ওপর আলোচনায় অংশ নেন ইঞ্জিনিয়ার মুহাম্মদ নুর হোসেন, সৈয়দ মুহাম্মদ আবু আজম, মুহাম্মদ আলমগীর ইসলাম বঈদী, মুহাম্মদ ওসমান গণি আশরাফী, এডভোকেট এডিএম আরুছুর রহমান, মুহাম্মদ খুরশেদ ইসহাক, আজিম উদ্দিন আহমেদ, মুহাম্মদ আলমগীর হোসেন, মুহাম্মদ আমান উল্লাহ আমান প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।
গাউসিয়া সমিতি : গাউসিয়া সমিতি ও গাউসিয়া যুব সমিতির আয়োজনে ইসলামের চতুর্থ খলিফা শেরে খোদা হযরত মাওলা আলী (রা.) স্মরণে আলোচনা সভা গতকাল বৃহস্পতিবার ফটিকছড়ি জাফতনগরস্থ সৈয়দ বাড়ি দরবার শরিফে অনুষ্ঠিত হয়। এেেত সভাপতিত্ব করেন সৈয়দবাড়ি দরবার শরিফের সাজ্জাদানশিন আহলে সুন্নাত ওয়াল জমাআত বাংলাদেশের মহাসচিব আল্লামা সৈয়দ মছিহুদ্দৌলা।
সভায় প্রধান অতিথি ছিলেন উত্তর জেলা আহলে সুন্নাতের সাধারণ সম্পাদক মাওলানা জসিম উদ্দিন আলকাদেরী। মুখ্য আলোচক ছিলেন মাওলানা জসিম উদ্দিন আবেদী। আলোচনায় অংশ নেন, সৈয়দবাড়ি দরবার শরিফের নায়েবে সাজ্জাদানশিন মাওলানা সৈয়দ তাওছিফুল হুদা রাকিব, মাস্টার খোরশেদ আলম, এস এম জাহাঙ্গীর আলম, মুহাম্মদ ইউসুফ বাবুল, মুহাম্মদ শাহজালাল, মাস্টার মুহাম্মদ ইসমাইল, মুহাম্মদ দিদারুল আলম প্রমুখ।