পাণিনি আমিনের যুক্তরাষ্ট্রের এআইসিপির সদস্যপদ লাভ

| শনিবার , ২৩ অক্টোবর, ২০২১ at ৯:১১ পূর্বাহ্ণ

চট্টগ্রামের রাউজানের সন্তান পাণিনি আমিন চৌধুরী বিশ্বের প্ল্যানিং জগতের মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠান আমেরিকান ইন্সটিটিউট অব সার্টিফাইড প্ল্যানার্সের সদস্যপদ লাভ করেছেন। তিনি অষ্টম শ্রেণিতে ট্যালেন্টপুলে বৃত্তিলাভ, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও সরকারি সিটি কলেজ থেকে কৃতিত্বের সাথে এসএসসি ও এইচএসসি পাস করেন। এরপর চুয়েটের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ থেকে ২০১৫ সালে ডিগ্রি লাভ করেন। তিনি স্বল্প সময়ের জন্য উক্ত বিভাগে খন্ডকালীন শিক্ষক ছিলেন। চুয়েট অ্যালামনাই এসোসিয়েশন মেরিট অ্যাওয়ার্ড ও বেস্ট থিসিস প্রেজেন্টার হিসেবে বিভাগীয় প্রধানের অ্যাওয়ার্ড লাভ করেন। পাণিনি আমিন চবি সিনেট সদস্য ড. মনজুর-উল-আমিন চৌধুরী ও প্রয়াত শিক্ষিকা রোকেয়া বেগমের পুত্র। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমনিরুজ্জামান ইসলামাবাদীর ৭১তম মৃত্যুবার্ষিকী কাল
পরবর্তী নিবন্ধমহিলা সংস্থার উদ্যোগ পটিয়ায় সেলাই মেশিন ও নগদ অর্থ বিতরণ