পাঠ্য পুস্তকে ভুল দ্রুত সংশোধনের দাবি বিএনপির

| রবিবার , ১২ জানুয়ারি, ২০২৫ at ৮:৩৬ পূর্বাহ্ণ

বাংলাদেশ জাতীয়তাবাদী দলবিএনপি ‘পাঠ্যপুস্তকে বিএনপি সম্পর্কে ভুল তথ্য সন্নিবেশিত’ করায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে। বিএনপির পক্ষ থেকে পাঠ্যবইয়ে সন্নিবেশিত ‘নিবন্ধ’ দ্রুত সংশোধনের মাধ্যমে কোমলমতি শিক্ষার্থীদের সামনে ইতিহাসের নিরপেক্ষ ও সঠিক তথ্য তুলে ধরারও আহবান জানানো হয়েছে।

গতকাল শনিবার রাজধানীর নয়া পল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে দলের পক্ষ থেকে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ আহবান জানানো হয়। দলের সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী এ সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন। তিনি বলেন, নতুন শিক্ষাবর্ষে পরিমার্জিতভাবে ও নতুন করে ছাপানো নবমদশম শ্রেণির ‘পৌরনীতি ও নাগরিকতা বইয়ের ৭৩ নম্বর পৃষ্ঠার ‘গণতন্ত্রে রাজনৈতিক দল ও নির্বাচন ব্যবস্থা’ অধ্যায়ে ‘বিএনপি সেনা ছাউনিতে জন্ম’ বলে উল্লেখ করা হয়েছে। এর মধ্যদিয়ে বিএনপিকে হেয় করা হচ্ছে বলে রিজভী অভিযোগ করেন। খবর বাসসের।

পূর্ববর্তী নিবন্ধদূরের দুরবিনে
পরবর্তী নিবন্ধচুরির গরুতে সমাবেশে ভোজের আয়োজন, গ্রেপ্তার ২