চট্টগ্রাম-১১ বন্দর-পতেঙ্গা আসনে জাতীয় পার্টি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জাতীয় পার্টি কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য ও চট্টগ্রাম মহানগরের আহবায়ক আলহাজ্ব আবু তাহের-কর্মী-সর্মথকরা আজ বুধবার ২৮ জানুয়ারি দুপুরের পর থেকে সন্ধ্যা পর্যন্ত ২৮ নম্বর পাঠানটুলী ওয়ার্ডে গণসংযোগ করেছেন।
এসময় নির্বাচনী এলাকার ২৮ নম্বর পাঠানটুলী ওয়ার্ডের মগপুকুর পাড়, মোগালটুলী বাজার, আলহাজ্ব মীর রশিদ মাষ্টার লেইন, ডিটি লেইন পশ্চিম মাদারবাড়ী ১ ও ২নং গলি ডিটি রোড রেলওয়ে মার্কেট, শুভপুর বাসষ্ট্যান্ড, বালুর মাঠ সদরঘাট এলাকায় গণসংযোগ করা হয়।
গণসংযোগকালে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর জাতীয় পার্টি যুগ্ম আহবায়ক নাছির উদ্দীন সিদ্দিকী, শেখ আকতার উদ্দিন, কে এম আবছার উদ্দিন রনি, উত্তর জেলা জাতীয় পার্টি সদস্য সচিব এম শফিউল আজম চৌধুরী লিটন, নগর জা-পা নেতা জহুর উদ্দিন জহির, যুব নেতা কায়সার হামিদ মুন্না, শ্রমিক নেতা এনামুল হক রাশেদ, মোহাম্মদ মামুন, ছাত্রনেতা শরিফুল মোল্লা নিরব, ডবলমুরিং থানা সদস্য সচিব, আরমান মিয়া, সদরঘাট থানার সাধারণ সম্পাদক, সাইফুদ্দিন, যুগ্ম আহবায়ক আনিস, কোতোয়ালি থানার আহবায়ক মোহাম্মদ সেলিম, বায়েজিদ থানা জাপা নেতা নুরুজ্জামান ২৮ নং ওয়ার্ডের সভাপতি মোহাম্মদ জাবেদ প্রমুখ।
গণসংযোগকালে নেতৃবৃন্দ বলেন, সন্ত্রাস ও মাদক নির্মূলে ১২ ফেব্রুয়ারি লাঙ্গল প্রতীকে ভোট দিন। আগামীতে এই আসনে লাঙ্গল প্রতীক আপনাদের ভোটে বিজয়ী হলে সর্ব প্রথম এই নম্বর ওয়ার্ডকে নিরাপদ-স্বাস্থ্য সম্মত ওয়ার্ডে পরিণত করা হবে।
জাতীয় পার্টির শাসনামলে দেশে ব্যবসা ও শিল্প বান্ধব পরিবেশ ছিল; শ্রমিকদের শ্রমবান্ধব নিরাপদ পরিবেশ ছিল। অর্থনীতির চাকা সচল ছিল। এদেশের মানুষ ব্যবসা করে-চাকুরি করে খেয়ে-দেয়ে নিরাপদে ছিল। জাতীয় পার্টি ক্ষমতায় এলে দেশের সকল মানুষ নিরাপদে থাকবে।











