পাঠানটুলীতে জাপা প্রার্থী আবু তাহেরের সমর্থনে গণসংযোগ

সন্ত্রাস ও মাদক নির্মূলে ১২ ফেব্রুয়ারি লাঙ্গলে ভোট দিন

| বৃহস্পতিবার , ২৯ জানুয়ারি, ২০২৬ at ১১:১৪ পূর্বাহ্ণ

চট্টগ্রাম১১ বন্দরপতেঙ্গা আসনে জাতীয় পার্টি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জাতীয় পার্টি কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য ও চট্টগ্রাম মহানগরের আহ্বায়ক আবু তাহেরের কর্মীসর্মথকরা গতকাল বুধবার দুপুরের পর থেকে সন্ধ্যা পর্যন্ত ২৮ নম্বর পাঠানটুলী ওয়ার্ডে গণসংযোগ করেছেন। এসময় নির্বাচনী এলাকার ২৮ নম্বর পাঠানটুলী ওয়ার্ডের মগপুকুর পাড়, মোগালটুলী বাজার, মীর রশিদ মাস্টার লেইন, ডিটি লেইন পশ্চিম মাদারবাড়ী ১ ও ২নং গলি ডিটি রোড রেলওয়ে মার্কেট, শুভপুর বাসস্ট্যান্ড, বালুর মাঠ সদরঘাট এলাকায় গণসংযোগ করা হয়।

গণসংযোগকালে উপস্থিত ছিলেন মহানগর জাতীয় পার্টির যুগ্মআহ্বায়ক নাছির উদ্দীন সিদ্দিকী, শেখ আকতার উদ্দিন, কে এম আবছার উদ্দিন রনি, উত্তর জেলা জাতীয় পার্টি সদস্য সচিব এম শফিউল আজম চৌধুরী লিটন, নগর জাপা নেতা জহুর উদ্দিন জহির, যুব নেতা কায়সার হামিদ মুন্না, শ্রমিক নেতা এনামুল হক রাশেদ, মোহাম্মদ মামুন, ছাত্রনেতা শরিফুল মোল্লা নিরব, ডবলমুরিং থানা সদস্য সচিব, আরমান মিয়া, সদরঘাট থানার সাধারণ সম্পাদক, সাইফুদ্দিন, যুগ্মআহ্বায়ক আনিস, কোতোয়ালী থানার আহ্বায়ক মোহাম্মদ সেলিম, বায়েজিদ থানা জাপা নেতা নুরুজ্জামান, ২৮ নং ওয়ার্ডের সভাপতি মোহাম্মদ জাবেদ প্রমুখ।

গণসংযোগকালে নেতৃবৃন্দ বলেন, সন্ত্রাস ও মাদক নির্মূলে ১২ ফেব্রুয়ারি লাঙ্গল প্রতীকে ভোট দিন। আগামীতে এই আসনে লাঙ্গল প্রতীক আপনাদের ভোটে বিজয়ী হলে সর্বপ্রথম এই ওয়ার্ডকে নিরাপদস্বাস্থ্যসম্মত ওয়ার্ডে পরিণত করা হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধঈদগাঁওয়ের আলোচিত সাবেক ইউপি চেয়ারম্যান সোহেল গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধলোহাগাড়ায় ইটভাটায় অভিযান, ২ লাখ টাকা জরিমানা