চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর নিয়াজ মোহাম্মদ খান বলেছেন, ধানের শীষে ঐক্য গড়ি, ন্যায়ের পথে এগিয়ে চলি, ৩১ দফায় আস্থায় আনি, সবার আগে বাংলাদেশ বলি এই বক্তব্য নিয়ে একটি সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচনে আপনারা প্রত্যেক পাড়া মহল্লায় বাড়িতে বাড়িতে আপনাদের আশপাশের সকল মা বোনদের ধানের শীষ মার্কায় ভোট দিবেন। বিএনপি একমাত্র দল যে দল সন্ত্রাসমুক্ত, লুট মুক্ত, টাকা পাচার মুক্ত ও আইনের শাসনের বাংলাদেশ গড়তে পারবে। যারা ভোট প্রক্রিয়া বাধাগ্রস্ত করতে চাচ্ছে তাদের প্রতিহত করার জন্য তিনি মা–বোনদের প্রতি আহ্বান জানান।
ভোটারদের ধানের শীষ প্রতীকে ভোট প্রদানে উৎসাহিত করে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে জনমত গঠনের লক্ষ্যে গত রবিবার ২৩নং পাঠানটুলি ওয়ার্ডে মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান সাবেক এই বিএনপির কাউন্সিলর। মহিলা দল নেত্রী আক্তার বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন সিনিয়র বিএনপি নেতা রফিক মেম্বার, ওয়ার্ড বিএনপি যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান, এ এস এম নাছির, সুফি মোঃ ইব্রাহীম, মোঃ শাহজাহান, মোঃ নাছির, মোঃ জাফর, মোঃ দেলোয়ার, সোহাগ, আজিজ, হোসেন, শারমিন, কারিনা, মুন্নি, শাহাজাদী, খুরশিদা ও বেবী। প্রেস বিজ্ঞপ্তি।












