চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশন আয়োজিত মেয়র অনূর্ধ্ব–১৩ একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে উঠেছে পাঠানটুলি ফুটবল একাডেমি। গতকাল মঙ্গলবার তৃতীয় কোয়ার্টার ফাইনালে তারা টাইব্রেকারে ৩–২ গোলে শিকলবাহা ফুটবল একাডেমিকে পরাজিত করে। ম্যান অব দ্যা ম্যাচ মো. তাহসিনের হাতে পুরস্কার তুলে দেন সাংবাদিক তাজুল ইসলাম। আজ ১৪ মে প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে আবদুস সোবহান ফুটবল দল এবং আনোয়ারা ফুটবল একাডেমি। চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে বিকাল ৪টায় এ খেলা অনুষ্ঠিত হবে।












