শেয়াল মামার পাঠশালাতে
গন্ডা ছয়েক ছাত্র
অংক ভূগোল সব মিলিয়ে
একটি টিচার মাত্র।
গোলক নিয়ে ভূগোল পড়ায়
দেখায় দেশের চিত্র
ইতিহাসে লেখা আছে
কারা ছিল মিত্র।
অংক কষতে বুকটা কাঁপে
আনচান করে মনটা
কাটাকাটির সরল প্যাঁচে
বেজে উঠে ঘন্টা।
আট টিচারের তুলির টানে
যেই না আঁকে নদী
কুমির ছানা লাফিয়ে বলে
কামড়িয়ে দিই যদি।










