পাঠক-দর্শকদের কাছে টানতে চাই সৃষ্টিশীল কাজ

মঞ্চমুকুটের নাট্য উৎসবে অনুপম সেন

| মঙ্গলবার , ৭ মার্চ, ২০২৩ at ৫:৫২ পূর্বাহ্ণ

সমাজবিজ্ঞানী ড. অনুপম সেন বলেছেন, নাটক জীবনের দর্পণ। প্রাচীন গ্রীক ও সংস্কৃত নাটকে নাট্যকারের বলিষ্ট জীবনবোধ, জীবন দর্শন ও বাস্তব দৃষ্টিভঙ্গি প্রতিফলিত হতে দেখেছি। বাংলা নাটক সমৃদ্ধ হয়েছিল স্বাধীনতা উত্তরকালে। তখন যেমন আমরা শক্তিশালী নাটক পেয়েছি, তেমনি পেয়েছি একঝাঁক প্রতিভাবান লেখক, নাট্যকার। কিন্তু বর্তমান সময়ে বাংলা নাটকের সেই গৌরব খুঁজে পাওয়া মুশকিল। হৃদয়ে দাগ কাটার মতো নাটক আমাদের সৃষ্টি হয় না। পাঠক, দর্শকদের কাছে টানতে হলে আমাদের সৃষ্টিশীল কাজ উপহার দিতে হবে।

থিয়েটার ইনস্টিটিউটে মঞ্চমুকুট নাট্য সম্প্রদায়ের দুই দিনব্যাপী নাট্য উৎসবের প্রথমদিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ উপলক্ষে গত রোববার এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন মঞ্চমুকুট নাট্য সম্প্রদায়ের মোহাম্মদ শহিদুল আলম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাট্যজন আহমেদ ইকবাল হায়দার, লেখক ফরিদ মাহমুদ, নান্দিকা নাট্য সংগঠনের অলক ঘোষ। আলোচনায় অংশ নেন বিটার শিশির দত্ত, সুচরিত খোকন, মোহাম্মদ আলী টিটু, শাহীন চৌধুরী, আব্দুল হাদী, মোহাম্মদ শাহ আলম, দেবাশীষ দত্ত, গায়ত্রী দে, নাজমা বেগম, সুবর্ণা চৌধুরী, রাশেদ প্রমুখ। পার্থ প্রতিম মহাজনের উপস্থাপনায় নৃত্য পরিবেশনায় ছিলেন শুভ্রা সেন গুপ্তা, প্রমা আবন্তী। একক আবৃত্তি করেন রাশেদ হাসান। মুকাভিনয় করেন পান্টোমাইন মুভমেন্ট। নাটক প্রদর্শিত হয় ডাকঘর ও মৃনালের কথা। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধ৭ মার্চ উপলক্ষে চট্টগ্রাম শিশু একাডেমিতে প্রতিযোগিতা
পরবর্তী নিবন্ধকমার্স কলেজ প্রাক্তন ছাত্র সমিতির প্রীতি সমাবেশ