পাঠকের প্রত্যাশা পূরণে মরিয়া ১৯৬০ সালের ৫ সেপ্টেম্বর কোহিনূর প্রেস থেকে প্রকাশিত সাদাকালো–সাদামাটা দুই আনা মূল্যের দৈনিক আজাদী পত্রিকাটি। বর্তমানে ৭ টাকা দামে পত্রিকাটি আজ নানান রঙে রঙ্গিন। সমাজ ও দেশের কল্যাণে কাজ করতে থাকা তৎকালীন পূর্ব পাকিস্তান ও স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের পেছনের সকল আন্দোলন সংগ্রামের হাজারো ইতিহাসের সাক্ষী এই পত্রিকা। সনাতন পদ্ধতিতে ছাপানো এই পত্রিকা আজ তথ্য প্রযুক্তির ইতিবাচক পরিবর্তন এনে পাঠকের প্রত্যাশা পূরণ ও সাফল্যের পথে এগিয়ে যাচ্ছে দূর থেকে বহু দূরে। যুগের সাথে তাল মিলিয়ে প্রকাশিত হচ্ছে বস্তুনিষ্ট সংবাদ। সেই সাথে পালটেছে পাঠকের প্রত্যাশা অনুযায়ী পত্রিকার প্রকাশের ধরন।
লক্ষ মানুষের ভালোবাসাকে সঙ্গে নিয়ে আজ চট্টগ্রামের বহুল প্রচলিত দৈনিক আজাদী ৬৬ বছরে পদার্পণ করেছে। ঘুরে আসা এই মাহেন্দ্রক্ষণে সময়ের স্রোতে পালাবদলের সঙ্গে সঙ্গে তাঁরা অনেক পাঠককে হারিয়েছেন। আবার অনেক নতুন নতুন পাঠক সৃষ্টিও করেছেন। এই আসা–যাওয়ার ভেতর দিয়ে দৈনিক আজাদী সকল পাঠকের প্রত্যাশা পূরণে সক্ষম হয়েছেন। আগামীতেও সংবাদ পরিবেশনে সক্রিয় নিরপেক্ষতার নীতিতে অটল থেকে অসাম্প্রদায়িক চেতনা এগিয়ে নেওয়ার নিরন্তর চেষ্টা অব্যাহত রেখে মহান মুক্তিযুদ্ধের উত্তরসূরি হিসেবে সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠায় ভ্যানগার্ডের ভূমিকা পালন করবে এবং শীর্ষ জনপ্রিয়তা নিয়ে যুগ যুগ ধরে চট্টগ্রামসহ দেশের এই দৈনিক আজাদী পত্রিকার পাঠক ও দেশ বিদেশের অনলাইন পাঠকের প্রত্যাশা পূরণে অদম্য গতিতে এগিয়ে চলার ধারা অব্যাহত থাকুক এটাই প্রত্যাশা করি।











