বহুমুখী পাটশিল্প উদ্যোক্তা সেবা কেন্দ্র এবং জেডিপিসির উদ্যোগে গতকাল বৃহস্পতিবার থেকে আগ্রাবাদস্থ জেডিপিসি সেমিনার হলে ১০ দিনব্যাপী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্স শুরু হয়। প্রশিক্ষক ফাতেমাতুজ জোহরার তত্ত্বাবধানে ২০ জন প্রশিক্ষণার্থীকে ১০ দিনব্যাপী প্রশিক্ষণ প্রদান করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে জেডিপিসির লিয়াজো কর্মকর্তা মোহাম্মদ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও জুট ডাইভার্সিফিকেশন প্রমোশন সেন্টারের নির্বাহী পরিচালক মো. আবুল কালাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিটাগাং উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট ইনচার্জ ও সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট আবিদা মোস্তফা।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, নারীর দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণের বিকল্প নাই। জেডিপিসির সঠিক প্রশিক্ষণের মাধ্যমে পাট শিল্পের উদ্যোক্তা তৈরির মাধ্যমে সোনালী আঁশের ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, চট্টগ্রাম অঞ্চলের উদ্যোক্তাদের উন্নয়নে চিটাগাং উইমেন চেম্বার অতীতের মত ভবিষ্যতেও জেপিপিসির সবধরনের কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকবে। বিশেষ অতিথির বক্তব্যে আবিদা মোস্তাফা বলেন, সোনালী আঁশখ্যাত পাট আমাদের বাংলাদেশের অমূল্য সম্পদ। এক সময়ে রপ্তানিখাতে একটি উল্লেখযোগ্য পণ্য ছিল পাট। কালের বিবর্তনে প্রযুক্তির উন্নতি ঘটায় ধীরে ধীরে পাটের চাহিদা কমে আসে। পাটজাত পণ্যের উন্নয়নে জেডিপিসির ভূমিকা অনস্বীকার্য। প্রেস বিজ্ঞপ্তি।