জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর পদত্যাগপত্র জমা দেওয়ার যে খবর সংবাদমাধ্যমে এসেছে, তা দল থেকে অস্বীকার করা হয়েছে। একটি সূত্রে জানা যায়, নাসীরুদ্দীন পাটোয়ারীর মুখ্য সমন্বয়কের পদটিতে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে বসাতে কেন্দ্রীয় নেতাদের সায় আছে। সেই অভিমান থেকে পাটোয়ারী দুই সপ্তাহ আগে পদত্যাগপত্র জমা দিয়েছেন। তিনি প্রাথমিক সদস্য থাকতে চেয়েছেন। তবে দল থেকে এ বিষয়ে কোনো সিদ্ধান্ত আসেনি। রাতে নাসীরুদ্দীন পাটওয়ারীকে টেলিফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। খবর বিডিনিউজের।
তবে এনসিপির দপ্তর সম্পাদক সালেহ উদ্দিন সিফাতের পাঠানো এক বার্তায় বলা হয়, নাসীরুদ্দীন পাটওয়ারী আমাদের সঙ্গেই আছেন। তিনি কিছুদিন আগেও নির্বাচন কমিশনে পার্টি নিবন্ধন সংক্রান্ত কাজে তার দায়িত্ব পালন করেছেন। এছাড়া মুখ্য সমন্বয়ক হিসেবে তিনি বিভিন্ন উইংয়ের দায়িত্ব পালন করছেন। তার পদত্যাগের বিষয়টি কিংবা দল থেকে অব্যাহতি নেওয়ার বিষয়টি সঠিক নয়। দলের বেশ কয়েকজন নেতার সঙ্গে যোগাযোগ করা হলে তারা এ বিষয়ে মন্তব্য করেননি। কেউ কেউ প্রশ্নের উত্তরে দপ্তর সম্পাদক সিফাতের বার্তাটি পাঠিয়েছেন।












