ভারতের পাঞ্জাবের লুধিয়ানায় আদালত ভবনে বিস্ফোরণের ঘটনায় একজন নিহত ও পাঁচজন গুরুতর আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার এ ঘটনা ঘটে বলে জানিয়েছে এনডিটিভি। খবর বিডিনিউজের।
বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে এ বিস্ফোরণ ঘটানো হয়েছে বলে দাবি করেছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নি। ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, স্থানীয় সময় দুপুর ১২টা ২২ মিনিটের দিকে ভবনের দ্বিতীয় তলার বাথরুমে বিস্ফোরণটি হয়, এতে বাথরুমের পাশাপাশি ভবনের একাংশও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।
বিস্ফোরণে আশপাশের অনেক কক্ষের কাঁচও চুরমার হয়ে পড়ে। প্রাথমিকভাবে বিস্ফোরণে ২ জন নিহত ও চারজন আহত হয়েছে বলে জানানো হয়েছিল। বিস্ফোরণের সময় জেলা আদালতের কার্যক্রম চলায় সেখানে অনেক লোকের উপস্থিতি ছিল।