ক্রেতার কাছে বিক্রি করার জন্য পাঞ্জাবির পকেটে এক হাজার পিস ইয়াবা নিয়ে অপেক্ষা করছিলেন মো. ইসমাইল (৫৩)। তখনই সেখানে উপস্থিত পুলিশ। আর পুলিশ দেখে দৌড়ে পালানোর চেষ্টাকালে আটক করা হয় ইয়াবা ব্যবসায়ী ইসমাইলকে। গতকাল সোমবার দুপুরে ভাটিয়ারী বাস স্ট্যান্ডের পশ্চিম পাশে সৌদিয়া বাস কাউন্টারের সামনে থেকে তাকে আটক করা হয়। তিনি কক্সবাজারের টেকনাফ থানার আমিরাবাদ এলাকার মৃত ইব্রাহিম খানের ছেলে।
সীতাকুণ্ড থানার ওসি কামাল উদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবা বিক্রির খবর পেয়ে মহাসড়কের ভাটিয়ারী বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালানো হয়। অভিযানকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে পিছু ধাওয়া করে তাকে আটক করা হয়। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী পাঞ্জাবির ডান পকেট থেকে ১ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য তিন লাখ টাকা।
ওসি আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসার সাথে জড়িত রয়েছে বলে স্বীকার করেছে। তাকে মাদক মামলায় গ্রেপ্তার দেখিয়ে সোমবার (গকতাল) বিকেলে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।