আইপিএলের টানা দুই ম্যাচে হারের পর আবার জয়ের ধারায় ফিরেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। গতকাল পাঞ্জাবের মাঠ মোহলি ক্রিকেট স্টেডিয়ামে স্বাগতিক পাঞ্জাব কিংসকে ২৪ রানে হারিয়ে জয়ের ধারায় ফিরেছে বিরাট কোহলির দল ব্যাঙ্গালুরু। দিনের শুরুতে বিরাট কোহলি এবং ফাফ ডু প্লেসিসের ব্যাটিং এর মোহাম্মদ সিরাজের দুর্দান্ত বোলিং জয় পাইয়ে দেয় ব্যাঙ্গালুরুকে। ডু প্লেসিস এবং কোহলি যে ভিত রচনা করে দিয়েছিলেন সেটিকে দারুনভাবে কাজে লাগিয়েছেন বোলাররা। বিশেষ করে পেসার সিরাজ। এই জয়ের ফলে ছয় ম্যাচের তিনটিতে জয় আর তিনটিতে হেরে ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার পঞ্চম স্থানে উঠে এসেছে ব্যাঙ্গালুরু।
আগের ম্যাচে দারুন এক ম্যাচে কিংস ইলেভেন পাঞ্জাবের কাছে হেরেছিল ব্যাঙ্গালুরু। তবে এক ম্যাচ পর আবার জয়ের ধারায় ফিরেছে বিরাট কোহলিরা। টসে হেরে ব্যাট করতে নামা রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু দারুন সুচনা করে দুই ওপেনার ফাফ ডু প্লেসিস এবং বিরাট কোহলির ব্যাটে চড়ে। এই দুই ওপেনারই খেলে দিলেন ১৬.১ ওভার। গড়লেন ১৩৭ রানের ওপেনিং জুটি। এই দুই ব্যাটারকে আউট করতেই ঘাম ঝরেছে পাঞ্জাব বোলারদের। দুজনই তুলে নেন নিজেদের হাফ সেঞ্চুরি। ১৭তম ওভারে এসে কোহলি আউট হলে ভাঙ্গে এ জুটি। ফিরে আসার আগে ৪৭ বলে ৫ টি চার আর ১টি ছক্কায় ৫৯ রান করে আসেন কোহলি। ওই ওভারেউ পরের বলে ফিরেন গ্লেন ম্যাক্সওয়েল রানের খাতা খোলার আগেই। তবে সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়েছিলেন ডু প্লেসিস। কিন্তু পারেননি। ৫৬ বলে ৫টি করে চার আর ছক্কায় ৮৪ রানের বিধ্বংসী এক ইনিংস খেলে আউট হন প্রোটিয়াস ব্যাটার। শেষ কয় ওভারে প্রত্যাশিত রান তুলতে পারেনি ব্যাঙ্গালুরুর ব্যাটাররা। ফলে দারুন শুরুর পরও ১৭৪ রান সংগ্রহ করতে সক্ষম হয় ব্যাঙ্গালুরু। পাঞ্জাবের বাঁহাতি পেসার হারপ্রিত ব্রার ৩১ রানে নেন ২টি উইকেট।
জবাব দিতে নামা পাঞ্জাব কিংস শুরুতেই উইকেট হারায়। ৪ রানের মাথায় ফিরেন অথর্ব টাইডি। আরেক ওপেনার প্রাভাসিমরান সিং একপ্রান্ত ধরে রাখলেও অপর প্রান্তে কেবলই আসা যাওয়া করছিল পাঞ্জাবের ব্যাটাররা। দলের রানকে ৯৭ রানে পৌছে দিয়ে ফিরেন প্রাভাসিমরান।
ফিরে আসার আগে করেন ৩০ বলে ৩টি চার এবং ৪টি ছক্কার সাহায্যে ৪০ রান। এরপর দলের হাল ধরেন জিতেশ শর্মা। তিনি টানেন দলকে। কিন্তু শেষ পর্যন্ত পারলেননা দলকে টেনে নিয়ে যেতে। ৪১ রান করে হার্শেল প্যাটেলের বলে ফিরেন জিতেশ শর্মা। সে সাথে দল হারে ২৪ রানে। তার ২৭ বলের ইনিংসে ২টি চার এবং ৩টি ছক্কার মার ছিল। এছাড়া দলের পক্ষে ১৩ রান করেন হারপ্রিত ব্রার। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর পক্ষে মোহাম্মদ সিরাজ ২১ রানে ৪ উইকেট নিয়ে একাই ধ্বসিয়ে দিয়েছেন পাঞ্জাব কিংসকে। ২টি উইকেট নিয়েছেন হাশারাঙ্গা ডি সিলভা।












