পাঞ্জাবকে হারিয়ে দিল হায়দরাবাদ

স্পোর্টস ডেস্ক | সোমবার , ২০ মে, ২০২৪ at ৮:৪৫ পূর্বাহ্ণ

আইপিএলের প্রথম কোয়ালিফায়ারে কলকাতা নাইট রাইডার্সের প্রতিপক্ষ কে হবেসানরাইজার্স হায়দরাবাদ নাকি রাজস্থান রয়্যালস। কেননা প্লেঅফের চার দল আগেই নিশ্চিত হয়ে গিয়েছে। গতকাল পাঞ্জাব কিংসকে ৪ উইকেটে হারিয়ে প্রথম কোয়ালিফায়ার খেলার পথে নিজেদের কাজটা সেরে রাখে হায়দরাবাদ। এখন তারা তাকিয়ে আছে রাজস্থানের হারের দিকে। এ ম্যাচে রাজস্থান জিতলেই হায়দরাবাদকে টপকে উঠে যাবে প্রথম কোয়ালিফায়ারে। ১৩ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে আছে তারা। সবকটি ম্যাচ খেলে ১৭ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে হায়দরাবাদ। রাজিব গান্ধী স্টেডিয়ামে গতকাল তাদের ২১৫ রানের লক্ষ্য দেয় পাঞ্জাব। সেই রান ৫ বল হাতে রেখেই স্পর্শ করে ফেলে প্যাট কামিন্সের দল। ইনিংসের প্রথম বলে ট্রাভিস হেড বোল্ড হলে জয়ের সুর বেঁধে দেন আরেক বাঁহাতি ওপেনার অভিষেক শর্মা। ২৮ বলে ৫ চার ও ৬ ছক্কায় ৬৬ রান করে ম্যাচসেরা হন তিনি।

পূর্ববর্তী নিবন্ধআল-হামিম ইনস্টিটিউটের বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ সম্পন্ন
পরবর্তী নিবন্ধবড় ট্রফি জেতার আক্ষেপ মোস্তাফিজের