টেকনাফের সেন্ট মার্টিন থেকে বিপুল পরিমাণ সামুদ্রিক প্রবাল ও ঝিনুক উদ্ধার করেছে কোস্ট গার্ড। আজ রবিবার বিকাল ৫ টায় ছেড়াদ্বীপে এই অভিযান চালানো হয়।
কোস্ট গার্ড জানায়, সেন্টমার্টিনস্থ ছেড়াদ্বীপ হতে কিছু সামুদ্রিক প্রবাল ও ঝিনুক কক্সবাজার পাচার করা হবে। এই তথ্যের ভিত্তিতে বিসিজি স্টেশন সেন্টমার্টিন কর্তৃক ছেড়া দ্বীপ এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
এসময় ছেড়াদ্বীপে কেয়াবনের ভিতর পাচারের উদ্দেশ্যে কিছু বস্তা অভিনব কায়দায় লুকিয়ে রাখা হয়। পরবর্তীতে কোস্টগার্ড সদস্য কর্তৃক তল্লাশি চালিয়ে পরিত্যাক্ত অবস্থায় ৩০ বস্তা সামুদ্রিক প্রবাল ও ঝিনুক উদ্ধার করতে সক্ষম হয়।
জব্দকৃত সামুদ্রিক প্রবাল ও ঝিনুক যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সেন্টমার্টিন পরিবেশ অধিদপ্তরের প্রতিনিধি মো. আব্দুল আজিজকে হস্তান্তর করা হয়।