পাচারকারী থেকে উদ্ধারের পর বনে অবমুক্ত হলো এক জোড়া ময়না

কাপ্তাই প্রতিনিধি | রবিবার , ১৬ জুলাই, ২০২৩ at ৫:৫১ পূর্বাহ্ণ

পাচারের উদ্দেশ্যে দুটি ময়না পাখি চোরাই পথে চট্টগ্রামে নিয়ে যাচ্ছিল পাচারকারীরা। কিন্তু গোপন সূত্রে খবর পেয়ে অভিযান পরিচালনা করে বন বিভাগ। এ খবর জানতে পেরে পথের ধারে খাঁচা ভর্তি ময়না দুটিকে ফেলে পালিয়ে যায় পাচারকারীরা। পরে ময়না জোড়াকে বন বিভাগের কর্মীরা উদ্ধার করে আনেন। পরে কাপ্তাই পাল্পউড বাগান বিভাগের ডিএফও মো. নুরুল ইসলাম ময়না দুটিকে পুনরায় সংরক্ষিত বনে অবমুক্ত করেন। কাপ্তাই উপজেলার রাইখালী রেঞ্জ কর্মকর্তা জাহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। বিভাগীয় বন কর্মকর্তা মো. নুরুল ইসলাম বলেন, উদ্ধার হওয়া ময়না দুটি প্রায় বিলুপ্ত প্রজাতির। বর্তমান বন আইন অনুযায়ী কোনো ধরনের পশুপাখি শিকার, পাচার, সংরক্ষণ, পরিবহন, বিক্রি নিষিদ্ধ রয়েছে। এ ধরনের অপরাধীদের বিরুদ্ধে বন আইনে কঠোর শাস্তির বিধান রয়েছে। বনে বিচরণরত কোনো ধরনের পশুপাখি শিকার না করার জন্য অনুরোধ জানিয়েছেন তিনি।

পূর্ববর্তী নিবন্ধএই সরকারের অধীনে নির্বাচনে পর্যবেক্ষক পাঠাবেন না : জামায়াত
পরবর্তী নিবন্ধক্যাম্পে পাহাড় ধস, শিশুসহ পাঁচ রোহিঙ্গা আহত