অবশেষে পাগলা মহিষটির জীবনাবসানের মধ্য দিয়ে শেষ হলো ২০ ঘণ্টার রুদ্ধশ্বাস পরিস্থিতি। গতকাল সোমবার দুপুর সোয়া ২টার দিকে বোয়ালখালী পৌরসভার গোমদণ্ডী ফুলতলা এলাকায় চেতনানাশক ব্যবহার করে মহিষটি নিয়ন্ত্রণে আনা হয়। এরপর মহিষটি জবাই করে মাটি চাপা দেয় প্রাণি সম্পদ বিভাগের প্রশিক্ষিত টিম। এর আগে রোববার বিকেল থেকে শুরু হওয়া মহিষটির তাণ্ডবে একজন নিহত (৫০) ও নারীসহ ৫-৬ আহত হয়েছেন। এরপর প্রায় ২০ ঘণ্টা ধরে মহিষটি নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে আসছিল উপজেলা প্রশাসন, পুলিশ, ফায়ার সার্ভিস ও বন বিভাগ।
ইউএনও আছিয়া খাতুন বলেন, মহিষের আক্রমণে নিহত মো. ইসমাইলের পরিবারকে জেলা প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক ২০ হাজার টাকা অর্থ সহায়তা দেওয়া হয়েছে।












