পাখি

ডি কে বড়ুয়া | বুধবার , ৩১ ডিসেম্বর, ২০২৫ at ৬:১৬ পূর্বাহ্ণ

খাঁচার পাখি উড়াল দিল

খোলা পেয়ে মুখ,

কিচির মিচির করতো পাখি

খোকা পেতো সুখ।

উড়াল দিয়ে চলে গেল

কোন সে সুদূর বনে,

দুচোখ দিয়ে অশ্রু খোকার

ব্যথা পেল মনে।

রোজ সকালে খোকন সোনা

বুলিয়ে দিত হাত,

নদীতে নিয়ে গোসল করাতো

খাওয়াই দিত ভাত।

স্কুল চলে যেত খোকা

বই হাতে রোজ,

ছুটির শেষে আসতো ঘরে

পাখির নিত খোঁজ।

পূর্ববর্তী নিবন্ধসেবার নামে নৈরাজ্য বন্ধ করা হোক
পরবর্তী নিবন্ধযত্ন ও ভালোবাসা