একটি পাখি গানের পাখি
কন্ঠে সুরের ধারা
গলায় মিষ্টি মধু ঢেলে
বানায় পাগলপারা।
সে পাখি আজ উড়েই গেল
করে দিশেহারা
ও পাখি তুই আয় রে ফিরে
হয়ে বাঁধনহারা।
গানের পাখি মিষ্টি আঁখি
খুেেলই দেখ ভাই
আজ আমাদের সবই আছে
তুমিই শুধু নাই!
গোফরান উদ্দীন টিটু | বৃহস্পতিবার , ৯ জানুয়ারি, ২০২৫ at ১০:২২ পূর্বাহ্ণ