রোদ দেখে দু’হাত মেলেছি
ছায়া বলে, দেখো, এ তো পাখি !
পালকের দ্যুতি হতে শিখি
শিস যেন ছড়ায় একাকী
ছুঁয়ে ফেরে উঁচু ব্যালকনি
যার সিঁড়ি তোমায় চেনেনি
নিয়ে চলে অন্য সরোবরে
এখানে বিকেল ভীড় করে
রোদে ওম দু’হাত পেতেছি
ধ্যান বলে, এসো কাকপাখি।
ঋষিণ দস্তিদার | শুক্রবার , ১৬ আগস্ট, ২০২৪ at ১০:৩৫ পূর্বাহ্ণ