গাছে গাছে শত পাখি
কাক, চড়ুই, টিয়ে,
কত পাখি বাসা বেঁধে
আছে যে ঘুমিয়ে।
কোকিল হলো গানের পাখি
জাতীয় পাখি দোয়েল,
ঈগল হলো পাখির রাজা,
ছোট্ট পাখি কোয়েল।
পরিবেশের বন্ধু পাখি
সবাই বাসি ভালো,
পাখিগুলো বেঁচে থাকুক
ছড়াক শুধু আলো।
প্রিয়সী দে (৩১,৭৭৭) | বুধবার , ১৯ জুলাই, ২০২৩ at ১০:৪০ পূর্বাহ্ণ
