পাখি হয়ে উড়ে গেলো

মনজু আলম | বৃহস্পতিবার , ৩১ জুলাই, ২০২৫ at ৭:৪৬ পূর্বাহ্ণ

ক্লাস শেষে বেজেছিল ছুটি হওয়া ঘন্টা

বাড়ি যাবে তাই খুব খুশি ছিল মনটা,

সেজেগুজে ইস্কুলে এসেছিল সকালে

জানত কে চাঁদগুলো পাখি হবে অকালে!

পুড়ে পুড়ে পাখি হয়ে উড়ে গেল নীলিমায়

ইতিহাসে তারিখটা মেখে গেল কালিমায়!

দুর্ভাগা পাইলট তিনিও তা চান নাই,

তুমি আমি সকলের বুক ভাসে কান্নায়!

সবখানে পোড়া ক্ষত বুক পিট গলাতে

অসহ্য যন্ত্রণা ভয়ানক সে জ্বলাতে!

বেঁচে থাকার আকুতি ইশারায় বলছে

প্রাণান্ত চেষ্টাও অবিরত চলছে।

যারা গেছে তারা যেন স্বর্গের পাখি হয়

ক্ষমা কর দয়াময়, এ গজব আর নয়!

পূর্ববর্তী নিবন্ধস্বাধীনতা
পরবর্তী নিবন্ধআমি তাই চাই, যা শুধুই আমার