বিপ্লবী তারকেশ্বর দস্তিদার স্মৃতি পরিষদের উদ্যোগে পাখি খাঁচায় বন্দি ও হত্যা বন্ধের দাবিতে দেশব্যাপী প্রচারনা চালানোর অংশ হিসেবে বোয়ালখালী উপজেলা বিপ্লবতীর্থ সারোয়াতলী গ্রামে গতকাল শনিবার পরিষদের সদস্য এীদিপ চৌধুরীর সঞ্চালনায় ও পরিষদের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সিঞ্চন ভৌমিকের সভাপতিত্বে পথসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সাবেক ইউপি সদস্য বাসুদেব চৌধুরী। মধ্যে বক্তব্য রাখেন মোহাম্মদ জাহাঙ্গীর আলম, তপন চৌধুরী, স্বপন চৌধুরী, বরুণ চৌধুরী, সহদেব চৌধুরী, আব্দুল হক, দীপু চৌধুরী, তপন ঘোষ,বাবুন চৌধুরী, মনা চৌধুরী, দিদারুল আলম। বক্তারা বলেন, পাখি মানুষের উপকারী বন্ধু। পাখি শুধু প্রকৃতির সৌন্দর্য্য বৃদ্ধি করেনা, ক্ষতিকর পোকা মাকড় খেয়ে খাদ্যশস্য উৎপাদনে প্রতিনিয়ত আমাদেরকে সহযোগিতা করে থাকে। পাখি হত্যাকারী মানুষের জাতীয় শত্রু। পাখি হত্যাকারী দেখলে পুলিশের হাতে তুলে দেওয়ার জন্য অনুরোধ জানান বক্তারা। বক্তারা খাঁচায় বন্দী পাখি বিক্রি বন্ধ করতে প্রশাসনকে কঠোর পদক্ষেপ গ্রহণ করার দাবি জানান। প্রেস বিজ্ঞপ্তি।