পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচারের অভিযোগ

| বৃহস্পতিবার , ১৮ সেপ্টেম্বর, ২০২৫ at ৮:২৬ পূর্বাহ্ণ

পাখি আমদানির আড়ালে শত শত কোটি টাকা পাচারের অভিযোগে রাজধানীর বন বিভাগের বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ কার্যালয়ে এনফোর্সমেন্ট অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশনদুদক। গতকাল বুধবার দুদকের প্রধান কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

দুদক জানায়, বন বিভাগের দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের সঙ্গে অসাধুদের যোগসাজশে পাখি আমদানির আড়ালে শত শত কোটি টাকা পাচারের অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন, প্রধান কার্যালয়, ঢাকা হতে বিভাগীয় বন কর্মকর্তা, বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ, ঢাকা কার্যালয়ে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালিত হয়। খবর বাসসের।

দুদক আরো জানায়, অভিযানকালে অভিযোগের সত্যতা যাচাইয়ের লক্ষ্যে এনফোর্সমেন্ট টিম কর্তৃক আমদানিকারকদের বিগত সময়ে আমদানিকৃত পাখির সংখ্যা, আমদানিকৃত পাখির পরিদর্শন প্রতিবেদন, আমদানিকারকদের প্রদানকৃত এনওসি এবং সংশ্লিষ্ট অন্যান্য রেকর্ডপত্র সংগ্রহ করা হয়।

পূর্ববর্তী নিবন্ধছয় মাসের মধ্যে সুষ্ঠু নির্বাচন করে মুক্তি চান নেপালি প্রধানমন্ত্রী
পরবর্তী নিবন্ধপ্রাথমিকে পূজার ছুটি ৭ দিন, কলেজে ১০ দিন