পাখির ছানা ধরতে গিয়ে পাহাড় ধসে শিশুর মৃত্যু

মহেশখালী প্রতিনিধি | রবিবার , ২০ জুন, ২০২১ at ১২:৫৭ অপরাহ্ণ

মহেশখালীতে বর্ষায় পাহাড়ের ঢালুতে মাটির গর্ত থেকে পাখির ছানা ধরতে গিয়ে পাহাড় ধসে মাটিচাপা পড়ে মোহাম্মদ জুনায়েদ নামের ৮ বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দুপুর দেড়টায় উপজেলার হোয়ানক ইউনিয়নের পূর্ব হরিয়ার ছড়ায় এ ঘটনা ঘটে। নিহত জোনায়েদ উক্ত গ্রামের গিয়াস উদ্দিন ও কাউসার বেগমের ছেলে।
হোয়ানক ইউনিয়ন পরিষদের দফাদার শামসুল আলম জানান, শনিবার দুপুর দেড়টার দিকে ইউনিয়নের পূর্ব হরিয়ার ছড়ায় পাহাড়ের পাশে বসবাসকারী মোহাম্মদ গিয়াস উদ্দিনের ৮ বছর বয়সের ছেলে তার বন্ধুসহ মা-বাবার অগোচরে বাড়ির পার্শ্ববর্তী পাহাড়ের ঢালুতে মাটির গর্তে থাকা পাখির বাসা থেকে ছানা ধরতে যায়। এ সময় অকস্মাৎ পাহাড়ের ঢালু থেকে একটা অংশ ধসে শিশুটি চাপা পড়ে। এ সময় তার সহপাঠীরা বাড়িতে এসে খবর জানালে প্রতিবেশী গিয়ে ধসেপড়া পাহাড়ের মাটি খুঁড়ে শিশুটিকে মৃত অবস্থায় উদ্ধার করে। হোয়ানক ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শনিবার বিকাল থেকে ইউনিয়ন পরিষদের উদ্যোগে মাইকিং করে ঝুঁকিপূর্ণ পাহাড়ের পাদদেশ থেকে লোকজনকে সরে আসার আহ্‌বান জানানো হয়। এরপরেও লোকজনের অসচেতনতার কারণে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেল।

পূর্ববর্তী নিবন্ধতৃতীয় ঢেউ মোকাবেলায় প্রস্তুতি নেওয়ার এখনই সময়
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় আগুনে পুড়ল ৫ বসতঘর