পুকুর পাড়ে ঘুঘুর বাসা,
বাসায় দুটি ছানা, মায়া মায়া চোখ,
ছোট্ট ছোট্ট ঠোঁট, ওদের কী যে আদর লাগে!
আমি প্রতিদিন পুকুর পাড়ে বসে বসে ওদের দেখি,
আর পাহারা দিই, রাক্ষস ঢোড়া সাপটা ওদের খেতে আসে,
ভয়ে ছানা পাখি দুটি বরফের মতো জমে যায়!
পাখা ঝাপটে আশ্রয় চায়,
মায়ের আসার পথে কাতর চোখে চেয়ে থাকে।
মা পাখি উড়ে উড়ে আসে,
যেন তার কাছে বিপদ সংকেত পৌঁছে গেছে!
মুখে খাবার, বুকে ভালোবাসা,
বাচ্চাদের জন্য চোখে–মুখে আকুলতা।
মা পাখি ছানা দুটির মুখে খাবার তুলে দেয় সোহাগ–আদরে।
বাচ্চা পাখি দুটো ক্ষুধা থেকে মুক্তি পায়!
মায়ের পাখার নিচে নিরাপদে মুখ লুকায়।
মা পাখি সুখের পরশে চোখ মুদে রাখে।
পৃথিবীর এ কেমন নিয়ম?
কারো বুকের ধন, কারো পেটের খাবার!
কেউ হারাবার ভয়ে সদা সংকিত,
কেউ পাবার লোভে জিহবাাতে লালা ঝরায়!
আমার মায়ের আঁচলে–জড়াজড়ি করে আমি লুকাবো
ভালোবাসা আর ভালোবাসায়!