পাকিস্তান সফরে ‘এ’ দলের অধিনায়ক হৃদয় ও এনামুল

ক্রীড়া প্রতিবেদক | বৃহস্পতিবার , ১ আগস্ট, ২০২৪ at ১১:০৭ পূর্বাহ্ণ

পাকিস্তান সফরের ওয়ানডে সিরিজে বাংলাদেশ ‘এ’ দলের সাদা বলের অধিনায়কত্ব করবেন তাওহিদ হৃদয়। আর লাল বলের দায়িত্ব পেলেন এনামুল হক। গতকাল বুধবার এই খবর জানিয়েছে বিসিবি। এর আগের দিন দুটি চার দিনের ও তিনটি একদিনের ম্যাচের জন্য ২৩ ক্রিকেটার নিয়ে তিনটি আলাদা দল ঘোষণা করেছিল তারা। বয়সভিত্তিক ক্রিকেটে লম্বা সময় অধিনায়কত্ব করার অভিজ্ঞতা রয়েছে হৃদয়ের। জাতীয় দলে অভিষেকের পর দ্বিতীয় বছরেই এবার তিনি পেলেন ‘এ’ দলের দায়িত্ব। লাল বলের অধিনায়কত্ব পাওয়া এনামুলের প্রথম শ্রেণীর ক্যারিয়ারও বেশ সমৃদ্ধ। ১১৭ ম্যাচে ২৩ সেঞ্চুরিসহ ৪৪.১৮ গড়ে তিনি করেছেন ৮ হাজার ১৭৪ রান। পাকিস্তান সফরে এনামুলের অধিনায়কত্বেই দ্বিতীয় চার দিনের ম্যাচটি খেলবেন হৃদয়।

পূর্ববর্তী নিবন্ধআই টি এফ,বাংলাদেশের নবনির্বাচিত কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত
পরবর্তী নিবন্ধমুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের ফুটবল দলের অনুশীলন শুরু