পাকিস্তান ম্যাচের ভুল ভারতের বিপক্ষে করতে চান না মনিকা চাকমা

স্পোর্টস ডেস্ক | মঙ্গলবার , ২২ অক্টোবর, ২০২৪ at ১০:৫৭ পূর্বাহ্ণ

সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। আর সে দলটি এবারের আসরের প্রথম ম্যাচেই ড্র করে বসল পাকিস্তানের সাথে। যা দলটির সেমিফাইনালে যাওয়ার পথটা কঠিন করে তোলেছে। পাকিস্তানের বিপক্ষে ম্যাচের সেরা খেলোয়াড় হয়েছেন মনিকা চাকমা। ম্যাচ সেরা খেলোয়াড় হিসেবে পুরস্কার পাওয়ায় খুশি হলেও তার হাসির মধ্যে যতটা তৃপ্তির ঝিলিক থাকার কথা ছিল তা নেই। কারণ পাকিস্তানের বিপক্ষে ম্যাচটিতে প্রত্যাশিত পারফর্ম করতে পারেনি তারা। পায়নি কাঙ্ক্ষিত জয়। তবে প্রথম ম্যাচের ভুল শুধরে ভারতের বিপক্ষে সেরাটা নিংড়ে দিয়ে বাংলাদেশকে জেতাতে চান মনিকা। নেপালের কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে আগামীকাল বুধবার ‘এ’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। দক্ষিণ এশিয়ার মেয়েদের ফুটবলের সর্বোচ্চ প্রতিযোগিতায় ভারত রেকর্ড পাঁচবারের চ্যাম্পিয়ন। বাংলাদেশ এই ট্রফির স্বাদ পায় গতবারই প্রথম। মুকুট ধরে রাখার অভিযানের শুরুটা একেবারেই ভালো হয়নি বাংলাদেশের। যে পাকিস্তানকে গতবার গ্রুপ পর্বে ৬০ গোলে উড়িয়ে দিয়েছিল, এবার দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ের গোলে কোনোমতে ১১ ড্র করেছে তারা। মনিকা বলেন শেষ দিকে তাদের মধ্যে ভীতি, শঙ্কা উঁকি দিয়েছিল প্রবলভাবে। পাকিস্তানের বিপক্ষে আমরা চেষ্টা করেছি যথেষ্ট। একটা সময়তো আমরা ১০ গোলে হেরে যেতে বসেছিলাম। আমাদের ভেতরে বলতে গেলে একটা ভয় কাজ করছিল। শেষ পর্যন্ত আমাদের ফল কী হবে তা নিয়ে ভয়ে ছিলাম। শেষ মুহূর্তে গিয়ে ড্র করেছি। পাকিস্তানের বিপক্ষে এই ফলে আমরা খেলোয়াড়রা সন্তুষ্ট না। প্রধান কোচ হয়তবা সন্তুষ্ট হয়েছে এই পারফরম্যান্সে, কিন্তু আমরা খুশি না। কেননা, বিগত দিনে পাকিস্তানকে আমরা ৫, , ০ গোলে অনেকবার হারিয়েছি। পাকিস্তানের কাছে যদি আমরা হেরে যেতাম তাহলে সেটা দুর্ভাগ্যজনক এবং আমাদের ও বাংলাদেশের জন্যও সেটা খুবই খারা হতো। আমরা দেশের জন্য ভালো কিছু করতে পারছিলাম না। তবে আমরা চেষ্টা করেছি, আমাদের সর্বোচ্চটা দেওয়ার। মনিকা জানালেন তারা নিজেদের মধ্যে ভুলত্রুটিগুলো নিয়ে কথা বলেছেন, ভারত ম্যাচে করতে চান না কোনো ভুলের পুনরাবৃত্তি। আমরা খেলোয়াড়রা সবাই সবার সাথে আলাপ করেছি। কোন জায়গাতে কার কার ভুল হয়েছে বা কিভাবে খেলা দরকার, এগুলো নিয়ে আসলে সবাই আলোচনা করেছি।

পূর্ববর্তী নিবন্ধজাতীয় ক্রিকেট লিগে চট্টগ্রামকে গুঁড়িয়ে রংপুরের বড় লিড
পরবর্তী নিবন্ধ৩০০ উইকেটের মাইলফলকে রাবাদা