পাকিস্তান ম্যাচেও বুমরাহকে বিশ্রাম দেওয়ার পরামর্শ গাভাস্কারের

স্পোর্টস ডেস্ক | শনিবার , ২০ সেপ্টেম্বর, ২০২৫ at ৬:২০ পূর্বাহ্ণ

এশিয়া কাপের পরের ধাপে খেলা নিশ্চিত হয়ে গেছে আগেই। ওমানের বিপক্ষে ম্যাচটি তাই ভারতের জন্য একরকম নিয়মরক্ষার। এমন লড়াইয়ে জাসপ্রিত বুমরাহর খেলার প্রয়োজনীয়তা দেখছেন না সুনিল গাভাস্কার। এই ম্যাচ তো বটেই, সুপার ফোরে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষেও তারকা পেসারকে বিশ্রাম দেওয়ার পরামর্শ দিয়েছেন ভারতের ব্যাটিং গ্রেট। স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতকে উড়িয়ে এবারের এশিয়া কাপ অভিযান শুরু করে ভারত। পরে পাকিস্তানকে হারিয়ে সুপার ফোরে জায়গা করে নেয় তারা। আসরে প্রথম দুই ম্যাচেই রান তাড়া করে ভারত। প্রথম ম্যাচে আরব আমিরাতের বিপক্ষে ৯ উইকেটে জেতে তারা। পাকিস্তান ম্যাচে জয় আসে ৭ উইকেটে। এবার তাই সুযোগ থাকলে আগে ব্যাটিং নেওয়ার পরামর্শ দিয়েছেন গাভাস্কার। আসরে প্রথম দুই ম্যাচেই বুমরাহকে খেলায় ভারত।

আরব আমিরাতের বিপক্ষে ৩ ওভারে ১৯ রান দিয়ে এক উইকেট নেন অভিজ্ঞ পেসার। পাকিস্তান ম্যাচে ৪ ওভারে ২৮ রান খরচায় ধরেন ২ শিকার।

পূর্ববর্তী নিবন্ধলায়ন্স পিডিজি ফোরামের মতবিনিময় সভা
পরবর্তী নিবন্ধআর ৪ উইকেট পেলেই সবার উপরে যাবে মুস্তাফিজ