পাকিস্তান-ভারত ম্যাচ হবে দুবাইতে

| মঙ্গলবার , ২৪ ডিসেম্বর, ২০২৪ at ১১:১২ পূর্বাহ্ণ

পাকিস্তানের মাটিতে ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে জলঘোলা কম হয়নি। অবশেষে হাইব্রিড মডেলেই মিলেছে সমাধান। তারপরও এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে সূচি প্রকাশ করেনি আইসিসি। তবে ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকইনফোজানিয়েছে, এরই মধ্যে সূচি ও ভেন্যু চূড়ান্ত হয়ে গেছে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের ম্যাচগুলো সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি এবং সংযুক্ত আরব আমিরাতের জ্যেষ্ঠ মন্ত্রী ও এমিরেটস ক্রিকেট বোর্ডের প্রধান শেখ নাহিয়ান আল মুবারাকের মধ্যে পাকিস্তানে এক বৈঠকের পর এই সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। আগামী ১৯ ফেব্রুয়ারী টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে পাকিস্তান এবং নিউজিল্যান্ড পরষ্পরের মুখোমুখি হবে।

পূর্ববর্তী নিবন্ধশহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফলাফল
পরবর্তী নিবন্ধঅজয় ফিজিক্যাল কারাতে স্কুল এন্ড কলেজে বেল্ট পরীক্ষা সম্পন্ন