পাকিস্তান পার্লামেন্টের বড় বড় ইঁদুর দেখে বিড়ালও ভয় পাবে

| বৃহস্পতিবার , ২২ আগস্ট, ২০২৪ at ১২:০৫ অপরাহ্ণ

পাকিস্তানের পার্লামেন্টে এমন এক সমস্যা রয়েছে, যাতে রাজনীতিবিদদের আসলে কিছুই করার নেই। সেখানে রয়েছে ইঁদুরের উৎপাত। বড় বড় এসব ইঁদুর পার্লামেন্টকে তাদের রাতের দৌড়ঝাঁপের রাস্তায় পরিণত করেছে। ২০০৮ সালের এক বৈঠকের নথি খুঁজতে গিয়ে ইঁদুরের সমস্যা সামনে আসে। নথিগুলো খুঁজে পাওয়া যায় ঠিকই, তবে সেগুলোর বেশিরভাগই ইঁদুর কেটে ফেলেছিল। খবর বাংলানিউজের।

জাতীয় পরিষদের মুখপাত্র জাফর সুলতান বিবিসির কাছে ইঁদুরের সমস্যার বিষয়টি স্বীকার করে বলেছেন, এখানে ইঁদুর এত বড় যে, বিড়ালও তা দেখে ভয় পেতে পারে।

উৎপাত এতটাই বেড়েছে যে, ইঁদুর তাড়াতে বার্ষিক ১২ লাখ রুপি বাজেটে রাখতে হয়েছে। দ্বিতীয় তলায় ইঁদুর সবচেয়ে বেশি। এ তলায় সিনেটের বিরোধীদলীয় নেতার কার্যালয়। এছাড়া রাজনৈতিক দলগুলোর পাশাপাশি স্ট্যান্ডিং কমিটির বৈঠক দ্বিতীয় তলায়ই আয়োজন করা হয়ে থাকে। এতে একটি খাবারের হলও রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধবসনিয়ায় স্কুলে গুলি, নিহত ৩
পরবর্তী নিবন্ধগাজায় বন্দি ৬ জিম্মির মৃতদেহ উদ্ধার