পাকিস্তান দলে আরব আমিরাতের নিষিদ্ধ ক্রিকেটার উসমান খান

স্পোর্টস ডেস্ক

| মঙ্গলবার , ৯ এপ্রিল, ২০২৪ at ৫:২৪ পূর্বাহ্ণ

বিতর্কের শেষ নেই তাকে নিয়ে। এরই মাঝে সুখবর পেলেন উসমান খান। আরব আমিরাতের হয়ে খেলবেন নাকি পাকিস্তানের হয়ে খেলবেন তিনি, তা নিয়ে ছিল সংশয়। যদিও পিএসএল শেষে পাকিস্তান ক্রিকেটারদের সঙ্গে অনুশীলন শুরু করায় ক্ষুব্ধ হয়ে গত সপ্তাহে আরব আমিরাত ক্রিকেট বোর্ড তাদের দেশের সব ধরনের ক্রিকেটীয় ইভেন্টে উসমানকে ৫ বছরের জন্য নিষিদ্ধ করার ঘোষণা দেয়। এরই মধ্যে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নকভি গতকাল পরিষ্কার করে দিয়েছেন উসমান খানের বিষয়টা। তিনি সরাসরি বলে দিয়েছেন, নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন টিটোয়েন্টি সিরিজে উসমান খান পাকিস্তানের হয়ে খেলার উপযুক্ত হবেন। পাকিস্তানের যে দল গঠন করা হবে, সে দলে যুক্ত করার জন্য নির্বাচকরা তাকে বিবেচনায় নিতে পারবেন। এ নিয়ে তার সামনে কোনো বাধা থাকবে না।পাকিস্তান সেনাবাহিনী কর্তৃক পরিচালিত দেশটির ক্রিকেটারদের যে ট্রেনিং ক্যাম্প অনুষ্ঠিত হয়, সেখানে অংশ নেয়া ২৯ ক্রিকেটারের একজন ছিলেন উসমান খান। আরব আমিরাত কর্তৃক ৫ বছরের জন্য নিষিদ্ধ হলেও পিসিবি চেয়ারম্যান নিশ্চিত করেছেন, ‘উসমান খান পাকিস্তানের হয়ে খেলার জন্য যোগ্য এবং সে এই দলের হয়েই খেলবে।’ পিএসএলে মুলতান সুলতান্সের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করার পরই করাচিতে জন্ম নেয়া উসমান খানের পাকিস্তানের হয়ে খেলার আলোচনা উঠে আসে। এর আগে তিনি আরব আমিরাতের ক্রিকেটার হিসেবেই বিবেচিত হচ্ছিলেন। বিশেষ করে আরব আমিরাত ক্রিকেট বোর্ডকে কথা দিয়েছিলেন, তিনি তাদের দেশের হয়েই খেলবেন। কিন্তু পাকিস্তানের হয়ে খেলার সুযোগ পাওয়ার পর আর আরব আমিরাতের হয়ে খেলার চিন্তাই বাদ দিয়ে দিলেন। এর ফলে ইসিবি চুক্তি ভঙ্গের দায়ে উসমান খানকে ৫ বছরের জন্য নিষিদ্ধ করে। যে নিষেধাজ্ঞার আওতায় উসমান খান টিটেন লিগ, আইএল টি২০ কিংবা দেশটির আর কোনো ক্রিকেটীয় ইভেন্টে অংশ নিতে পারবেন না।

পূর্ববর্তী নিবন্ধনবীন মেলার টেবিল টেনিস প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
পরবর্তী নিবন্ধআইসিসির মার্চ সেরা কামিন্দু