টি–টোয়েন্টি বিশ্বকাপ দলে জায়গা করে নেওয়ার দারুণ এক সুযোগ হাসান আলির সামনে। বৈশ্বিক টুর্নামেন্টের আগে পাকিস্তানের শেষ দুটি সিরিজের দলে ডাক পেয়েছেন অভিজ্ঞ এই পেসার। দেড় বছরের বেশি সময় পর দেশের হয়ে টি–টোয়েন্টি খেলতে পারেন তিনি। আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফরের জন্য গতকাল বৃহস্পতিবার ১৮ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। বিবৃতিতে পিসিবি জানিয়েছে, এখান থেকে ৩ জন কমিয়ে ১৫ সদস্যের বিশ্বকাপ দল সাজাবে তারা। দলে ফিরেছেন কাঁধের ইনজুরি কাটিয়ে ওঠা গতিময় পেসার হারিস রউফ। এখনও আন্তর্জাতিক টি–টোয়েন্টির স্বাদ না পাওয়া অলরাউন্ডার আঘা সালমানকেও ফেরানো হয়েছে। গত মাসে নিউজিল্যান্ড সিরিজ চলাকালে আঘাত পাওয়া অভিজ্ঞ কিপার–ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ান, বিস্ফোরক ব্যাটসম্যান আজম খান ও মিডল অর্ডার ব্যাটসম্যান ইরফানও আছেন এই দুই সিরিজের দলে। রউফ ও এই তিনজন এখনও পুরোপুরি ফিট না হলেও আয়ারল্যান্ড সিরিজেই তাদের পাওয়ার আশা করছে পাকিস্তান। আয়ারল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজটি শুরু হবে আগামী ১০ মে। পরের দুই ম্যাচ ১২ ও ১৪ মে।
পাকিস্তান টি–টোয়েন্টি দল : বাবর আজম (অধিনায়ক), আবরার আহমেদ, আজম খান, ফাখার জামান, হারিস রউফ, হাসান আলি, ইফতিখার আহমেদ, ইমাদ ওয়াসিম, আব্বাস আফ্রিদি, মোহাম্মদ আমির, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), ইরফান খান, নাসিম শাহ, সাইম আইয়ুব, সালমান আলি আঘা, শাদাব খান, শাহিন শাহ আফ্রিদি, উসমান খান।