পাকিস্তান ক্রিকেট দলকে ফেরৎ পাঠানো উচিৎ : তথ্য প্রতিমন্ত্রী

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ১৮ নভেম্বর, ২০২১ at ১০:৫৩ পূর্বাহ্ণ

সফররত পাকিস্তান ক্রিকেট দলকে তাদের জাতীয় পতাকাসহ দেশে ফেরত পাঠিয়ে দেয়া উচিৎ বলে মন্তব্য করেছেন তথ্য ও সমপ্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান। তিনি বলেন, দেশে যখন মুজিব জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন করা হচ্ছে তখন পাকিস্তান ক্রিকেট দল তাদের জাতীয় পতাকা লাগিয়ে প্র্যাকটিস করছে। এটা আমাদের চেতনায় আঘাত ও হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে।
গত মঙ্গলবার রাতে নগরীর জামালখানস্থ চট্টগ্রাম প্রেসক্লাবের নিচতলায় পুস্তক বিপণি ও প্রকাশনা সংস্থা বাতিঘর পরিদর্শনে এসে তথ্য ও সমপ্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, জাতির পিতার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নানা উদ্যোগ ও অনুপ্রেরণায় দেশের ক্রিকেট আজ অনন্য উচ্চতায় ঠাঁই করে নিয়েছে। দেশে যখন মুজিব জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন করা হচ্ছে তখন পাকিস্তান ক্রিকেট দল তাদের জাতীয় পতাকা লাগিয়ে প্র্যাকটিস করছে।

পূর্ববর্তী নিবন্ধস্বাস্থ্য ও পুষ্টি সেবা কার্যক্রম বিষয়ক কর্মশালা
পরবর্তী নিবন্ধশাহ আমানতে পিসিআর ল্যাব স্থাপন না করা প্রবাসীদের অবমাননার শামিল