বিমানবালা বা কেবিন ক্রুদের ঠিকঠাক পোশাক পরার এক অদ্ভুত নির্দেশনা দিয়েছে পাকিস্তান আন্তর্জাতিক এয়ারলাইন্স, যেখানে অন্তর্বাস পরা করা হয়েছে বাধ্যতামূলক। পিআইএ বলছে, ক্রুরা পোশাক ঠিকভাবে না পরায় গোটা এয়ারলাইন্সের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে, সে কারণেই নতুন নির্দেশনা। নতুন এই পোশাক বিধিতে অদ্ভুতভাবে জোর দেওয়া হয়েছে অন্তর্বাস পরার ওপর। বলা হচ্ছে, এটা পরতেই হবে। খবর বিডিনিউজের।
পিআইএ’র জেনারেল ম্যানেজার (ফ্লাইট সার্ভিসেস) আমির বশির এয়ারলাইন্সের ওই অভ্যন্তরীণ নির্দেশনায় সই করেছেন। জিও নিউজ এর একটি অনুলিপি হাতে পাওয়ার পর তা প্রকাশ করেছে। সেই নির্দেশনায় বলা হয়েছে, খুবই উদ্বেগের সঙ্গে লক্ষ্য করা যাচ্ছে যে, কিছু কিছু কেবিন ক্রু ভ্রমণের সময়, হোটেলে থাকা এবং বিভিন্ন জায়গায় যাওয়ার সময় ক্যাজুয়ালি পোশাক পরছেন। এভাবে পোশাক পরার কারণে কেবল তাদের ওপর নয়, এয়ারলাইন্সের ওপরও নেতিবাচক প্রভাব পড়ছে।